বিদ্রোহী কেউ হলেই আজি করে মারার ফন্দি
শুনেছি সেদিন বিদ্রোহী তুই লৌহকপাটে বন্দী
সত্য বলার অপরাধে আজ বন্দী করেছে তোরে
কি হয়েছে দেখনা একটু খোদার নামটি স্মরে
তারপর ঐ খোদার নামের তাকবীর ধ্বনি দিয়ে
লৌহকপাট ভেঙে ফেল তোর হাতকড়া হাতে নিয়ে।
এবার কয়েদি! হাতকড়া ছিড়ে উর্ধ্বে উঠা রে হাত
কারাগারের ঐ বিশাল প্রাচীর করে দে ধুলিস্মাৎ
রাজার চামচা কারারক্ষীর বুকেতে বসায়ে ছোরা
জাগতে হবে মুক্ত ভুবনে আয় আয় ফের তোরা
ভয়ভীতি সব দাফন করে ওঠরে জেগে সবে
পাসনিকো ভয় মিথ্যের ক্ষয় সত্যের জয় হবে।
অথবা আবার বন্দী হয়ে ফাঁসির মঞ্চে যাবি
তবুওতো ভালো গণমানুষের ভালবাসাটুকু পাবি
ভয় নেই ভয় ফাসির মঞ্চে ছিড়বি ফাঁসির দড়ি
মরতে হলে মরবি, জগতে নয়া ইতিহাস গড়ি
আমাদের মৃত্যু বীরদের মতো জয়ের নিশান হাতে
ওদের মৃত্যু চুপিচুপি ঐ মরা কুকুরের সাথে।
ভয় নেই আর জাগরে এবার করতে ও তরী পার
রক্তে যেন আগুন ধরেছে নাই ওদের নিস্তার
অন্যায়কারী বাঁচবেনা আজ যতোই ক্ষমতা থাক
সত্যেকে বলি জিন্দাবাদ আর মিথ্যা নিপাত যাক
অত্যাচারী-জালিমগুলোর মরণ বার্তা নিয়ে
শত আজরাইল আসছে দেখ ঐ সত্যের পথ দিয়ে।