কাঁদছি আমি কোথায় তুমি কোথায় তোমার নীরব ভুমি
খুঁজি সারাবেলা
পাইনা কিছুই সবিই দেখি তোমার নিঠুর খেলা।

অতীত আসে আমার পাশে একটু করে ভালোবাসে
একটু লুকায় মুখ
দুঃখ দিয়েই জীবন ভরা পাইনা খুঁজে সুখ।

স্বর্ণলতা তোমার কথা হৃদয়ে দেয় প্রসন্নতা
সবিই স্মরণ করে
আসছো তুমি আমার কাছে দেখি স্বপন ভরে।

ফান করেছো গান করেছো আবার অভিমান করেছো
এসব পড়ে মনে
স্মৃতি সকল যায় নিয়ে ফের তোমার প্রেমাঙ্গনে।

আবার আসো একটু হাসো কাছে নিয়ে ভালোবাসো
এটাই আমার চাওয়া
তোমায় ছাড়া রিক্ত আমি ভোরের উদাস হাওয়া।