কেন যেন পড়লো মনে অতীত স্মৃতি
কোথায় তুমি কার সাথে আজ তোমার প্রীতি!
কোন হৃদয়ের টানে তুমি আমায় ফেলে
ভুল বুঝে হায় কোন অজানায় চলে গেলে।
তুমিই কিন্তু এসেছিলে আমার কাছে
বারান্দার ঐ টবের গোলাপ সাক্ষী আছে
অনেক ভালবাসছো তুমি এটাও জানি
জড়িয়ে আমায় বলছো 'হবো তোমার রাণী'
সকাল বেলার পাখি যারা উড়ে যেতো
তোমার আমার কথা তারা শুনতে পেতো
জিজ্ঞাসো আজ অতীত কথা জানতে হলে
দেখো তোমায় সেই পাখিরা কি সব বলে।
বলবে পাখি-টবের গোলাপ সত্য কথা
তুমিই হতে চাইছো আমার স্বর্ণলতা
বারে বারেই আমার দুহাত আকড়ে ধরে
বলছো তুমি "নিলাম তোমায় আমার করে
ছাড়বোনা হাত যতই আসুক ঘূর্ণি-হাওয়া
কবি তুমি আমার হবে এটাই চাওয়া
বলো কবি কথা বলো একটু হেসে
আপন করে নাও আমাকে ভালবেসে"।
তোমার কথায় সেদিন আমি হেসেছিলাম
অনেক করে তোমায় ভালোবেসেছিলাম
কিন্তু তুমি তোমার কথা রাখোনিতো
উল্টো আরো করছো আমায় কলুষিত।
মিথ্যে কুমার দিলো যখন মিথ্যে ঢেলে
তার কথাতেই তুমি আমায় ছেড়ে গেলে
যদি আমি বুঝতাম এসব আগে থেকে
ঘৃণা সকল তোমার জন্য দিতাম রেখে।
জানি তুমি এখন আমায় খারাপ ভাবো
তাই ভাবছি তোমার কাছে আর না যাবো
আর কোনদিন চাইনা পেতে তোমার দেখা
তোমায় নিয়ে আজকেই শেষ কাব্য লেখা।