প্রথম যেদিন তোমায় দেখি হৃদয়ে যেন লাগে দোলা
সেদিন থেকেই আমি কেমন হয়ে গেছি আত্মভোলা
কেমন যেন পাগল হয়ে হতাশ মনে খুঁজি কাকে
সবাই আমায় এমন দেখে আস্তে করে পাগল ডাকে
সকাল আমার উদাস কাটে বিকেল কাটে বড় একা
ঘুমের মধ্যে চমকে উঠি স্বপ্নে পেয়ে তোমার দেখা
সারাক্ষণই আমার মনে তুমি শুধুই তুমি থাকো
হঠাৎ আবার মিষ্টি করে কেন যেন আমায় ডাকো
এই এতদিন ভাবছি এসব তোমার আমার ভালবাসা
আজকে দেখি মিথ্যে জগৎ আশা আমার সব নিরাশা।
ভাবছি আমি একটু হলেও আমায় ভালবাসো তুমি
এখন দেখি ভুল সবি ভুল নীরব তোমার প্রীতির ভুমি
এবার আমি রিক্ত হলাম প্রিয় তুমি এমন কেন?
কি কথা আজ বললে তুমি হৃদয় তোমার পাথর যেন
এতো কাছে ডেকে আবার কেন দূরে ঠেলে দিলে
জাহান্নামের আগুনে তাই জ্বলছি আমি তিলে তিলে।
আমার শোকে কাঁদছে আকাশ কেমন যেন হু-হু করে
পাহাড়-নদী-সাগর-জমীন কাঁদছে সবাই করুন সুরে
সবার মনে আর কিছু নয় আছে শুধুই একটি আশা
চিরদিনের জন্য হবে তোমার আমার ভালোবাসা
এসব আজি ভাবনা সবি ভাবলে তখন হৃদয় বোঝে
আবার যখন একলা থাকি হৃদয় যেন কাকে খোঁজে।
যাক, ভেবোনা আমার কথা প্রিয় তুমি সুখে থেকো
ভুলে যদি পড়লে মনে একটু করে আমায় ডেকো
সাথে সাথেই সাড়া দেবো, যদিও হয় গভীর রাতে
সারা জীবন থাকবো আমি শুধুই তোমার অপেক্ষাতে।