মুক্ত আকাশ ব্যাথায় আজি থমকে আছে
পেট পুজারী ভণ্ডরা যায় রাজার কাছে
স্বাধীন জাতী পরাধীনতার দুঃখে কাঁদে
কাঁপছে আবার জালিম রাজার অগ্নিনাদে
এসব থেকে মুক্তি পেতে জাগরে সবে
ওদের প্রাসাদ ভাঙতে আজি জাগতে হবে।
জাগতে হবে ছাড়তে হবে সব গোলামী
বিদ্রোহী এক কলম সেনা জাগছি আমি
যেথায় দেখি রক্তচোষা নেতার তালি
সেথায় আমি জাহান্নামের অগ্নি জ্বালি
দৃষ্টি আমার খুব কাছে নয় অনেক দূরে
অগ্নিবীণা বাজাই তাই আজ ভয়াল সুরে।
অত্যাচারীর রক্ত চক্ষু যতোই দেখি
ততোই আমি গর্জে উঠে কাব্য লেখি
হোক সে রাজা আমি কারোই পা ধরিনা
জেল কারাগার কোন কিছুই ভয় করিনা
মিথ্যে সকল দাফন করে সত্য বলি
মৃত্যুকে আজ সঙ্গে নিয়েই সামনে চলি।
কান পেতে শোন অগ্নিবীণা কোথায় বাঁজে
বিদ্রোহী সেই নজরুল আজ আমার মাঝে
তাই অন্যায়-জুলুমবাজী সইবোনা আর
অত্যাচারীর ভাঙবো প্রাসাদ নেই কোন ছাড়
মিথ্যাকে আজ কবর দেবো, কোথায় তোরা?
সত্য নিয়ে জাগছি আমি, নিশান উড়া।