যতই করি মান-অভিমান, কান্না-হাসি
সত্যি বলি, আমি তোমায় ভালোবাসি
তোমায় নিয়ে আমার যতো স্বপ্ন গাঁথা
তুমিহীনা আমি আজি শুকনো পাতা।
তুমি কেন আপন করে চাওনা আমায়?
কেন তুমি হারিয়ে গেছ কোন অজানায়
কোথায় গেলে একটু ভালবাসা পেয়ে
অধিক ভালবাসবেনা কেউ আমার চেয়ে।
কেন তুমি চুপকে আছো এমন করে?
জানো তুমি তোমায় কতো মনে পড়ে?
সকাল-দুপুর-বিকাল-সন্ধ্যা গভীর রাতে
একা আমি, তুমিও থাকো কল্পনাতে।
প্রিয় তুমি এমন কেন? দাওনা হাসি
ফিরে এসে আবার বলো 'ভালবাসি'
আবার আমার হাতটি রেখে হাতের পরে
চেপে ধরো লজ্জাতে মুখ রঙিন করে।
যখন মনে অনেক দুঃখ বিষাদ জাগে
ভাবলে এসব কেমন যেন শান্তি লাগে
ভাবনা ভেঙে পাইনাতো আর তোমার দেখা
তোমায় ছাড়া এই আমি আজ বড় একা।