হয়তো সেদিন সাঁঝের বেলা,মনে আছে?
কেন যেন আসলে তুমি আমার কাছে
কি ভেবে যে গেলাম আমি তোমার পিছু
অবুঝ এ মন বললো তোমায় অনেক কিছু।
তোমায় দেখে কেমন যেন লাগলো ভালো
অন্ধকারের মাঝে তুমি চাঁদের আলো
ঠোঁট দুটি ঐ লাল গোলাপের পাপড়ি যেন
বলো দেখি তুমি এতো সুইট কেন?
তুমি যখন ছবি দিলে একটু হেসে
তখন থেকেই পাগল হলাম ভালবেসে
যখন আবার তোমার সাথে হলো কথা
ভালবাসা খুঁজে পেলো প্রসন্নতা
জানি আমি এখন তুমি অনেক দূরে
একটুখানি কওনা কথা আমার সুরে
তোমার ছবি আমার মনে গাঁথা আছে
ভাবি শুধু কখন তোমায় পাবো কাছে।
ঘোর হতাশায় থাকে আমার হৃদয় ভুমি
সারাটা দিন মনের মাঝে থাকো তুমি
সময় পেলেই মন-গহীনে তোমায় দেখি
তোমার প্রেমে পাগল হয়ে কাব্য লেখি।