দীর্ঘ একটি ছন্দময় কবিতা
যেখানে আছে প্রেম, বিরহ সবিতা,
রচনা করি ঘুমের ঘোরে
আবার ভুলে যাই কাকডাকা ভোরে।
আবছা চোখে ধোঁয়াশা সব
হরেক পাখির কলরব,
স্মৃতি মাঝে রাত্রিগুলো আসে
কল্পনার ওই দুচোখে ছন্দ, কাব্য ভাসে।
নিপুণ হাতে রঙতুলীতে আঁকি ছবি
ভাবনার ঘেরাটোপে বাঁধা নিত্য সবি,
প্রেম কাগজের নৌকোয় ঘুরে বেড়াই ভালবাসার ঘর
অদৃশ্য আহবানে মায়া জড়ানো তোমার শহর।
আবছা ইশারায় মমতার আলিঙ্গন
অজানা ওই পৃথিবীর স্নেহের বাঁধন,
প্রতিটা প্রহর কাটে গভীর নিশির অপেক্ষায়
শুন্য জীবনে ক্লান্তিহীন আলো-ছায়ায় ।।