পিচঢালা রাস্তা ধরে হাঁটছি নির্ভয়ে,
কাঁধে ব্যাগ, সাথে কতকিছু বেরোলেই প্রাণটা সংশয়ে।
নিজের স্বত্বার সাথে বোঝাপড়া শেষে এই সিদ্ধান্ত,
আমি ঠিক না ভুল ব্যাপারটা একান্ত ব্যক্তিগত।
জীবনের প্রতি মায়া ছেড়েছি সে অনেক আগে,
দুঃস্বপ্ন, কষ্টে ছটফট করে প্রতিটি রাত জাগে।
নিঃশ্বাসে কেবলই অদ্ভুত পোড়া গন্ধ ভেসে আসে,
মনোকষ্টের তীব্রতায় জর্জরিত কেউ নেই আশেপাশে।
দুঃসহ স্মৃতি এদিক-সেদিক তাড়িয়ে বেড়ায় প্রতিনিয়ত,
গভীর খাদ হয়ে গেছে ভেতরের অসহ্য যন্ত্রণার ক্ষত।
চলেছি কোনরকম বাঁচার তাগিদে উদ্দেশ্যহীন গন্তব্যে,
আমার কিছু আসে যায়না কারো ভালো-মন্দ মন্তব্যে।
জানি স্বার্থপর চারদিকটা ছিঁড়েখুঁড়ে খাবে,
সান্ত্বনা শুধু এইটুকুই নরক থেকে মুক্তি মিলবে।
আমি ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাই সবাই থাকুক মহাসুখে,
সবাইকে জেনেছি এতকাল, এবার জানার পালা নিজেকে ।।