আঁখি দু’টির মধ্যিখানে গোলাকার চাঁদ সদৃশ
সমুদ্রের প্রবাহমান স্বচ্ছ জলধারায় যেমনটি দেখা যায় সূর্য,
" টিপ " ললনার সাথে তেমনই মানানসই।
উন্মুক্ত একটি খোলা চোখ তাকিয়ে আছে
বহু প্রশ্ন আছে তাঁর ভিতর?
যে রঙ মিশাও তাতে,
সুন্দরের মোহে আটকা পড়তেই হয়।
লাল,নীল,কালো,বেগুনি,সবুজ,হলুদ কতশত বর্ণ
অবয়বটা আরো সুন্দর করেছে,
সাদা দাঁত বের করে অট্টহাসি দিয়ে যখন কথা বলে?
একাকার হয়ে যায় সবকিছু।
তুলতুলে জায়গাটার গোলাকার ফোঁটায়
ঠিকরে পড়ছে বিচ্ছুরিত আলো,
ওই টিপ আমায় হারিয়ে নিয়ে গেছে
শক্ত আলিঙ্গনে সুদূরে অজান্তে ।।