টাকার নেশায় মত্ত সবাই
টাকাই ঈশ্বর/আল্লা,
টাকার মাঝেই জয়-পরাজয়
এটাই টাকার খেলা!
আজ আছি তোমার আমি
স্লোগানে কাঁপাই মাঠ,
হাজার নোটের বাহার দেখে
মনুষ্যত্ব কুপোকাত।
অর্থ দিয়ে স্বার্থ হাসিল
মুখকে বানাই পাছা,
রাতকে বানাই মুহুর্তেই দিন
টাকার জোরেই নাচা।
যতো বড় অপরাধ হোক
পড়বে সবই ঢাকা,
কারণ তুমি ক্ষমতাধর
মূল উৎস টাকা।
নেতা-নেত্রী আমজনতা
সবাই টাকার গোলাম,
আদর্শকে পায়ে পিষে
করছে নিত্য সেলাম।
এই সমাজে মূল্য তোমার,
পকেট থাকলে ভারী,
থাকবেনা ভালোবাসার অভাব
আঁকড়ে থাকবে নারী।
মেধা দিয়ে কি হবে ভাই?
দুর্নীতিবাজ পিছে,
চাকরির জন্য টাকা ছড়াও
উপর থেকে নিচে।
টাকাই ধর্ম, টাকাই সত্য
টাকাই পৃথিবীর আসল,
ভালোমানুষি ছলনা মাত্র
মুখোশের আড়ালে নকল ।।