হেটে যাচ্ছি বিরতিহীন,
অবিরত ক্লান্তিকর পা গুলো জমে একাকার
তুষারের মাঝে শুভ্র এক আগন্তুক!
ল্যামপোস্টের আলোয় ঝিকিমিকি কুঁড়েঘর।
মুখ খুলে বলছি -
ধুসর হালকা রঙে অবয়ব মায়াময়,
রেললাইনের মতো সোজা সে চলে আসে
ঘুটঘুটে অন্ধকার মাঝে আকাশের পিনপতন নিরবতা,
ঘাসের বুকে স্বপ্ন বিছানা বৃক্ষগুলো সাজিয়েছে বাসর।
স্নিগ্ধ বাতায়নে উড়ছে পতপত করে তোমার ঘন চুল,
হাসিতে ঝরে পড়ছে মুক্ত, হিরে, জহরত!
মৃত্তিকা থেকে কেবলই ভেসে আসছে সুর হয়ে,
বনফুল গুঁজে খোপায়, চিৎকার করে বলব -
" ভালবাসি তোমায় "