নিয়মের বেড়াজাল ছিন্ন করে
নেমেছি আজ অচেনা পথে,
বড্ড অসহায় লাগে নিজেকে
এইতো বেঁচে আছি কোনমতে।
একাকী বিষন্ন স্বরে
গেয়ে চলেছি কষ্ট গীতি,
যাত্রাপথে জমলো আসর
সুর মেলালো অচেনা সাথী।
ঘুরতে গিয়ে দূরের পাহাড়ে
ছটফট করছিলো মন,
দোলা লাগলো শীতল বাতাসে
ঝর্ণার জলে দেখেছি যখন।
হালকা শীতের শিশিরবিন্দু
খেলা করে ঘাসের ডগায়,
ভেজা চুলের বিনুনিতে
অপরূপা লাগছিলো তোমায়।
চারপাশ হাসছে সূর্যকিরণে
অদ্ভুত অনাবিল আনন্দ,
অনিচ্ছায় চক্ষে আটকে গিয়ে
কণ্ঠে ভাসে সুরের সাথে ছন্দ।
প্রকৃতি আর পরীর মিলনে
সেদিন হয়েছিল একাকার,
অপেক্ষা শেষে দেখা হলো
জোছনা, চাঁদ, সন্ধ্যা তারার।
ঝরঝরিয়ে গড়িয়ে পড়ে
মন ভোলানো বৃষ্টি ফোঁটা,
ভুলগুলোকে সঙ্গী করে
মন মানুষের সঙ্গে ছোটা।
তৃপ্ত প্রাণে নিঃশ্বাস ফেলে
ভালোবাসার জাল বোনা,
বিরাগভাজন হলেও শেষে
কাছে পাওয়ার দিন গোনা ।।