কাঁপা কাঁপা শীতের ভোরে
ভাপা পিঠার ধোঁয়ায় উনুনের আঁচে,
নিঃশ্বাসে মনোলোভা গন্ধ
টিনের চালে টুসটুস শব্দ -
ক্লান্তিহীন মাঝরাতে।
কবি তো আলো দেখার আগেই -
অন্ধকারে মিশেছে!
সেই কবিতায় জন্ম হবে একটি লাল সূর্যের
সেই কবিতায় জন্ম হবে একটি সবুজ পাতা,
শিশির ধোয়া পদ্মপাতার হাসিতে কোনো পাপ নেই!
পবিত্র হাসিতে এ পৃথিবী হবে স্বর্গ
এমন প্রচ্ছন্ন ইঙ্গিত দুনিয়ার।
আমি তোমার জমাট বাধাঁ ঠান্ডা
তুমি আমার বরফগলা একখণ্ড পাথর,
যে পাথরে চরে আমি ভাসবো প্রেমের ভেলায়।
আর তুমি?
শীতের মিষ্টি মাখা রাতে থেকো
আমার গরম কাপড়ের একনিষ্ঠ সাথী হয়ে ।।