বীরের চট্রলা
সাগর কুন্তলা
পাহাড় নদী ঝর্ণা,
হিরা মুক্তা পান্না।
ক্ষণজন্মা মহা মনীষীদের জন্ম
লক্ষ বছরের ঐতিহ্য লালন করে,
এগিয়ে যাওয়ার পথ দেখায় আজন্ম।
পবিত্র ভূমি স্পর্শ করে ধন্য হয়েছে যুগে যুগে,
ইতিহাস খ্যাত কালজয়ীরা পেয়েছে প্রশান্তি খুঁজে।
মহানবীর মহান সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস
আরব থেকে আসলেন দ্বীন প্রচারে,
বহু সুফি-সাধক শুয়ে আছেন মাজারে মাজারে।
গৌতম বুদ্ধের পদধূলির আছে চিহ্নরেখা,
উপমহাদেশে প্রথম দুর্গাপূজা মেধস মুনি করলডেঙ্গা।
স্বর্ণভূমির গুণকীর্তন করেছেন কতশত বরেণ্য,
কি নেই?
খরস্রোতা কর্ণফুলী,ভাসমান মেঘের পাহাড়,গভীর অরণ্য।
মুঘল,ব্রিটিশ,ভাষা,মুক্তিযুদ্ধ,আন্দোলন-সংগ্রামের কেন্দ্র,
ভালোবেসেছেন জাতির পিতা,কাজী নজরুল,রবীন্দ্র।
সূর্যসেন,প্রীতিলতা,দেশপ্রিয়,ইসলামাবাদী,
বিপ্লবীদের পরশে সবাই সংগ্রামী প্রতিবাদী।
ভিন্নধারার উপজাতীয় সংস্কৃতি পার্বত্য চট্টগ্রাম জুড়ে,
মনের খোরাক জোগায় আঞ্চলিক,জারি,মারফতি মাইজভান্ডারী সুরে।
সাহিত্যিক,সংস্কৃতিজন,গবেষক,লেখকদের আবাসভূমি,
এ মাটির নিচে লুকিয়ে আছে রত্নরাজি সোনার খনি।
চাটগাঁইয়া বলে আমাকে পরিচয় দিতে গর্ব হয়,
বুকে হাত দিয়ে অনুভব করি এই মাটির সুঘ্রাণ বিশ্বময় ।।