কেড়েছে এক ঝটকায়
সোনালী অতীত
মোবাইল আর জাদুর স্ক্রিন,
হারিয়েছি বাউণ্ডুলে শৈশব
ছোট্ট বেলার হারানো দিন।
হারায়নি কিন্তু সেইদিন
মানুষ হেরেছে চেতনায়,
জাত,কুলে,বর্ণে
আধুনিকতার ধর্মোন্মোদনায়।
ইস্টিকুটুমের মিষ্টিমিলন
বড্ড পানসে,
মুঠোফোনের ঠেলায়,
কুটুম্বিতা বড়ই আলসে
স্ক্রিনের নাজুক পাতায়।
পুনশ্চঃ
নীড়ে ফেরা অসম্ভব,
তোমার হাতের চ্যাপ্টা বস্তুটি
কিঞ্চিৎ এড়াতে পারলেই হবে জয়
পুরোনো দিনে ফেরা সম্ভব ।।