শঙ্খের তীরে রৌদ্রের ছায়ে,
সবুজের ভীড়ে পাহাড়ের গায়ে।
যে নদীতে মিশে ইতিহাস মাঝে,
লাখ লাখ প্রাণ সকাল - সাঁজে।
নদীকে জীবনের সঙ্গী করে,
বয়ে ছুটে যায় অজানা পাহাড়ে।
নিশি থেকে ওই ভোরেরবেলা,
প্রাণোচ্ছলে জলরাশি করে খেলা।
দুরন্তপনা আর বাউন্ডুলে কৈশোর,
যার তীরে বেড়ে ওঠা স্মৃতি মনোহর।
সব তছনছ মহা কালো ঝড়ে,
বিষাদের পর আবার ভাঙে-গড়ে ।।