আজকালকার প্রেমগুলো বড্ড শহুরে
সভ্যতার নগরায়নের ফলে,
প্রেমেরও হয়েছে নগরায়ন।
কৃত্রিম পালিশ লেগেছে প্রেমের গায়ে,
চীনাবাদাম আর ঝালমুড়ির প্রেম এখন
পদোন্নতি পেয়েছে বার্গার আর পিৎজ্জায়।
প্রেম গুলোর প্রতি এখন বড্ড অনীহা
পাতালপুরীর রাজকন্যা বা অচিন দেশের পরী,
মিথ্যায় ভরা চারপাশ
চাঁদ এনে দিব তোমায় নীল আকাশ থেকে!
এ কোন ভালবাসার যৌক্তিকতা।
তবুও একরাশ আশা নিয়ে বলছি -
যা চাও
তাই দেব তোমাকে
স্বরলিপি কাহারবায় ঝুমুরে বা
ঢিমে তালে,
কোন কবিতা গদ্য কিংবা পদ্য ছন্দে, যদি চাও,
সুন্দর একটা সাগর, ভরা জল সমেত তাও ।।