পুরোন দিনের মধুময় গান
শুনতে না পাই,
নতুনের ভীড়ে সবই যেন
পুরোনো হয়ে যায়।
ছন্দ, কথামালা গায়কীর সুরে
মূর্ছনা ছড়াতো ভুবনে,
শ্রোতার মনেপ্রাণে সুখের পরশ
দোলা লাগাতো জীবনে।
দুঃখ, সুখ প্রেম আর বেদনায়
হারানো অতীত খুজতাম,
যাপিত জীবনে স্নেহ মমতায়
সুরের মাঝে সবাইকে আপন করতাম।
আবেগে ভেসে যেতাম কথায়
বেদনার কষ্ট নিয়ে নিরবতায়,
আবার,আনন্দ খুশির জলধারায়
উড়ে বেড়াতাম নীল জোছনায়।
আধুনিকতার আধিপত্যে হানা
ডিজে'র সাথে নাচা-গানা,
হারিয়ে গেছে সোনালী সুদীন
সেই দিনগুলো আর আসবেনা ।।