দেশের একি হলো?
হঠাৎ করে গণতন্ত্র মুখ থুবড়ে পড়লো!
চেনা রাজপথ অচেনা লাগে এটাই সোনার দেশ?
অসহায় জনগণ আজ ধরেছে ছদ্মবেশ।
পতাকার লাল রঙে জমাটবদ্ধ রক্ত,
সবুজ রঙের চতুর্দিকে খুনোখুনি উন্মুক্ত।
একদিকে মুক্তিযোদ্ধা আরেকদিকে রাজাকার,
দুই দলের এই অসম যুদ্ধে জন্মভূমি ছারখার।
আমরা সবাই নীরব দর্শক করছি হাহুতাশ,
রাষ্ট্রযন্ত্রের কোটা খেলায় পড়লো কত লাশ।
কেউ কি দিতে পারবে বলো? একটা লাশের দাম,
যার যায় শুধু সে বুঝে মা-বাবার পরিশ্রমের ঘাম।
পক্ষের হোক বা বিপক্ষের আমার ভাই-বোন,
অধিকারের নিশ্চয়তায় কেন হতে হবে খুন?
শিক্ষার্থীদের হাতে দেখি মানুষ মারার অস্ত্র,
তাদের ভিতর ঢুকে গেছে দেশবিরোধী বহিরাগত।
দায়টা কিন্তু রাষ্ট্রযন্ত্রের ছাত্র-ছাত্রীদের নয়,
সরকার প্রধান নত হলে দেশের মঙ্গল হয়।
সংগ্রামীদের দাবী যৌক্তিক মেধাবীদের জন্য,
মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ ওরা নয় নগণ্য।
সমাধান হোক দুই পক্ষেই বজায় থাকুক সম্মান,
শান্তি পাক তাদের আত্মা দিয়েছে যারা আত্মবলিদান ।।
রচনাকালঃ ১৭/০৭/২০২৪