জন্ম তাদের এই দেশেই
বুকের ভেতর দেশপ্রেম নেই,
ছোবল মারবে সুযোগ পেলেই
ওরা আনন্দে মাতে রক্ত দেখলেই!

এই দেশদ্রোহী অপশক্তির কবল থেকে -
কবে পাবো পরিত্রাণ?
সব শালারা ছদ্মবেশী, মুনাফিক, বেইমান
ধরে ভালো মানুষের ভান।

দুর্যোগ মহামারী কিংবা বন্যা জলোচ্ছ্বাস
তাদেরইবা কেন ফূর্তি, ভয়ঙ্কর উল্লাস!
টাকার উপর টাকার পাহাড়
চলাফেরায় হরেক বাহার,
নিঃস্ব আর অসহায়ের নেই কি কোন সম্মান?

দেশটা যাক জাহান্নামে
ওদের তাতে কি ক্ষতি!
সাধারণ মানুষ মরে গেলেও
কখনো হবেনা সুমতি।

আমরা তো ছা-পোষা, আদার বেপারী
এত খবর দরকার নেই সবই জারিজুরি,
রাষ্ট্রের প্রতিনিধি ওরা -
জনগণই কপাল পোড়া,
অজ্ঞের দেশে কেমন শোনায় শিক্ষা শিক্ষা গান  ।।