সবুজের সমারোহে
ঝিরিঝিরি হাওয়ায়,
প্রকৃতি সাজালো
অসীম মমতায়।
সময় যেন থমকে যায়
মুগ্ধ দুপুরবেলায়,
প্রাণ-স্পর্শে হৃদয় টানে
দারুণ বৃষ্টি ফোঁটায়।
নয়নাভিরাম দৃশ্য মাঝে
প্রাণ জুড়িয়ে যায়,
সবুজ-শ্যামল গ্রামীণ পথে
মন যে হারায়।
চারদিকে কিচিরমিচির
হরেক পাখির ডাক,
রোদেলা আলোর ঝিলিমিলিতে
হৃদয়ে দোল খাক।
আষাঢ়ের ওই শেষ বিকেলে
প্রকৃতি মাঝে দাড়িয়ে,
দুহাত মেলে মনটা আমার
যায় সুদূরে হারিয়ে ।।