জীবনে প্রথম হৃদ গভীরে
স্বর্গীয় এক ললনার তরে
এ মন হয়েছে স্থির,
জোৎস্না আলোর আবছা আধাঁর
পৃথিবীটা যেনো তোমার-আমার
একটা ছোট্ট প্রেমের কুটির।
ছিলাম উদাসীন ভাবলেশহীন
খেয়াল হারা পথিক,
ঘুমহীন কত রজনী কেটেছে
বেলা গেছে দিগ্বিদিক।
সুখের শঙ্খ বাজে ঐ দুরে
ঢেউ খেলে মনে আঁচরে আঁচরে,
বাঁচার ইচ্ছে হাজার বছর
প্রেম নদীতে সাঁতরে।
প্রেম দুনিয়ায় তোমারি ছায়ায়
কাটাবো যে দিবানিশি,
শত ঝড় আসুক মহা সাইক্লোন
জন্মজন্মান্তর থাকব পাশাপাশি।
মন্দ বলুক হাজার জনে
হোক ভালবাসার জয়,
বাঁধা বিপত্তি পিছনে ফেলে
প্রেম হোক অক্ষয় ।।