এক যুগের প্রেমের পূর্ণতা
দু'টি আঁখি মিলনের স্বার্থকতা,
জমে থাকা অতৃপ্ত কত কথা
অবশেষে এলো সুখের বারতা।
দু'টি হাত একীভূত হওয়ার অভিপ্রায়
একটি যুগের দীর্ঘতম অপেক্ষায়,
ভালোবাসার সমুদ্রে পাল তুলে নৌকায়
পৌছালো হৃদয় গভীরের কিনারায়।
এমন মধুর বন্ধন শতাব্দীতে আসে
আনন্দের জলধারায় দুচোখ ভাসে,
পৃথিবীতে স্বর্গ পাওয়ার অভিলাষে
প্রতি মুহূর্তে জীবন নতুন করে হাসে।
ভালোবাসার রঙ কেউ বলে লাল
কেউবা হলুদ, নীল, সাদা চিরকাল,
আমি মনে করি তাতে রঙের নেই উত্তাল
সব রঙের মিশ্রণে প্রেমের হয় মহাকাল।
সবকিছুর বিনিময়ে পরম এই পাওয়া
সৃষ্টিকর্তার কাছে আর কিছু নেই চাওয়া,
সারাক্ষণ অন্য জগতে হারিয়ে যাওয়া
অনুভবের স্পর্শে মিশে একাকার হওয়া ।।
রচনাকাল : ২১/০৯/২০২৪