পুড়েছে দেহ, পুড়েছে মন, পুড়েছে অবয়ব,
আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে সব।
পুড়ে যায়নি প্রাণপাখিটা, আজো নিভু নিভু করে
ব্যাথার দহন বয়ে নিয়ে, সেও ক্ষণে ক্ষণে পোড়ে!

সঞ্চারিত করে শক্তি সে ভেতর থেকে বলে?
ছিটিয়ে দাও জলের নহর, সাহস দাও, আর না হলে।
সরল স্বভাব কঠিন হচ্ছে, হৃদয় হচ্ছে পাষাণ,
বাধার প্রাচীর চুরমার করে, বলে শৃঙ্খলা আন।

নষ্ট-ভ্রষ্ট বিবেক বুদ্ধি ছোবল মারে বারবার,
ফনা তুলে এগিয়ে যাবো ই, ধৈর্যের বাঁধ ভাঙবার।
আত্মশক্তির চেয়ে বড় অন্য কিছুই নেই
সরলতার মেঘ সরে গেলে, বর্ষণ হবে সহজেই।

নিথর শরীর কাঁপছে বলে ভেবোনা গেছি দমে,
বজ্র কিংবা সুনামি হয়ে আবার আসবো নেমে।
মরে যাওয়া গাছ জেগে যদি উঠে, মারার সাধ্য কার?
ঝরে পড়া ফুল বলছে আমি, কোটি কোটি প্রেমিকার।

প্রেম যদি থাকে দেশের তরে, জীবনকে ভাবো তুচ্ছ,
বিপ্লবীর দল তোমার স্মৃতিতে, ফুল দিবে একগুচ্ছ।
সোনালী অতীত পুনরুদ্ধার হোক, ত্যাগের বিনিময়ে,
রক্ত ঝরুক লাখো যোদ্ধার, সম্মুখে চলো নির্ভয়ে ।।