তাঁর কথা ভাবতো -
একটু পিছনে ফিরে যাও
কত আনন্দ, দুঃখ, হারানোর ব্যাথা!
একটা বছর চলে যাচ্ছে -
কয়েকঘন্টার কিছুটা বেশি নিশ্চয়ই।
বুকের এখানটায় লাগে খুব!
কি করেছি -
ভাবছি একান্তে বসে নিরালায়,
সব শুন্য পাঁজরে বাঁধা দিনগুলো
কষ্টে জর্জরিত কোমল হৃদয়।
আবার গুনবো সময়ের সাথে
৩৬৫ ফাল্গুন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ!
বাউণ্ডুলিপনায় চলবে পৃথিবীর নিয়মে -
কোনকিছুই পরিবর্তিত নয়।
অবারিত ফল্গুধারা আমার!
চোখের কোণটা কালো হয়ে গেছে,
অস্তিত্বে আমিও বিলীন হব
এই বিশাল দেহের হবে ক্ষয়।
নতুন রাত আসবে
পূর্ণিমা আকাশ ভরা তারা,
নতুনত্বে মনপ্রাণ উজাড় হবে!
সকলের তরে হোক মানবতার জয় ।।