ধরণীর এই বিশালত্ব জুড়ে
একএকজন সবাই পাগল,
কেউবা থাকে কাপড় বিহীন
কেউ কথা বলে অনর্গল।
কাজ পাগল, বই পাগল
প্রেমিক পাগল,বিয়ে পাগল,
দুনিয়ার প্রত্যেক মানুষ
সারিবদ্ধ পাগলের দল।
আমিও এক পাগল ছোড়া
নাম না জানার ভীড়ে,
বেকার পাগল বলতে পারো,
তরি ডুবে গেছে তীরে।
পাগলামির ওই সীমা পরিসীমা
নেই তো কভু জানা,
পথ থেকে পথে ছুটে বেড়াই
গন্তব্য অজানা।
পাগল হয়েই চিরজীবন
এভাবেই বাঁচতে চাই,
সবার মাঝে সুখের খোঁজে
পাগলামি বিলিয়ে যাই ।।