অশ্রুবর্ষণ এতটা হয় নি কখনো
দুচোখ বেয়ে অবারিত ফল্গু ধারা বয়ে যাচ্ছে,
থামতে চাইছেনা কিছুতেই!
চোখের ঝরনা ধারার জল দিয়ে মুখ ধুয়ে নিয়েছি।
ভেতর থেকে কষ্টগুলো নদী হয়ে বয়ে চলেছে
ব্যস্ততার সময়গুলো আমার কাছে বড্ড কঠিন,
বাবাহীন দশটি বছর পার হয়ে গেছে!
তিনি আমার কথা ঠিকই বোঝেন
ভাবতেন জীবদ্দশায়।
চারপাশের জনরাও ভাবেন
তা কি যথেষ্ট?
প্রেক্ষাপট বাস্তবতার কাছে পরাজিত,
বাবা জীবনের জন্য কি? হারানোরা বোঝে
গলা ছেড়ে নির্জন জায়গায় কাঁদা ছাড়া উপায় নেই ।।