কড়া রোদে হটাৎ এল
দমকা হাওয়ায় ঝড়,
ঘুমের রাজ্যে ছিলাম আমি
কল্পনার এক শহর।
বিছানার ওই মাথার কাছে
বিকট আওয়াজ তুলে,
বিড়ালছানা পড়ল যে এক
ফুটো হয়ে টিনের চালে।
অসহায় ছানাটির কাছে
ছিলনা তখন কেউ,
মনের দুঃখে কেঁদে কেঁদে
করছিল মিউ! মিউ
কাছে পেয়ে ছোট্ট বন্ধুর
গায়ে বুলাচ্ছি হাত,
উপর থেকে মা বিড়ালটি
ডেকে উটল অকস্মাৎ।
" মা " এ গলা শুনে পুষি
ফেলফেলিয়ে চায়,
নরম হাতের আলতো আদর
কখনও কী ভুলা যায়?
আমিও তখন পুষিটাকে
বাইরে নিয়ে এসে,
কেমনে পাঠাবো মায়ের কাছে
ভাবছি বসে বসে।
কোলের মাঝে পরম আদর
স্নেহ ভরা সুখ,
এক পলকে চেয়ে আছে
আমার ওই যে মুখ।
আপন নীরে ফিরে গেল,
ছোট্ট বিল্লি ছানা,
বিদায়বেলায় চোখ ছলছল
যেন,বহু দিনের আপনজনা ।।