ছেলেটি, ছুড়ে ফেলা সমাজের কোন বস্তু
নেই কোন যার নিজস্ব ঠিকানা,
কিন্তু, সবার চোখে ধুলো দিয়ে সে নাম খ্যাতি করবেই
মফস্বল থেকে শহরে হবে সার্থকতার সীমানা।
আবর্জনায় নিক্ষেপ করা রংতুলির ক্যানভাস
অনাদরে বেড়ে ওঠা অদেখা এক ছবি,
কল্পনাতীত গৌরব আর অহংকারে
আকাশস্পর্শী বড় হবে বঞ্চিত সেই কবি।
গোলাপ! ভালবাসার সার্থক প্রতীক
ওরা বৃক্ষ হতে প্রতিনিয়ত ঝরে শোভা পায় কোন ললনার হাতে,
বনফুল রজনীগন্ধারা ভাল থাকে!
ঘাড় মটকে ওদের কেউ সওদা করেনা রাত্রি-প্রভাতে।
কেউ গান, উপন্যাস লিখছে মনের মাধুরি মিশিয়ে
খাতার পৃষ্ঠা আর কালিরা দম ফেলবার নয়,
গান, সাহিত্য ওই খাতায় সীমাবদ্ধ থাকেনা
সময় পরিক্রমায় বিশ্বকে করে জয়।
এভারেস্ট সম অট্টালিকার ক্ষুদ্র প্রতিনিধি তুমি
কুঁড়েঘরটি তে বিশাল মন নিয়ে জন্ম যার,
পৃথিবী সমান সব আছে বিলিয়ে দেবার আকাঙ্খা
ছনের ছাউনি, বাশ ঘেরা চারপাশে কত সুখ! নিঃশ্বাসে পায় বেঁচে থাকার অধিকার ।।