উদযাপনের দিনটির ক্ষণ গুনেছি বহুবছর
এতগুলো কষ্ট ভাগ করার কেউ ছিলনা,
একটা সাগর সমান উপত্যকা হয়ে গেছে দুঃখ!
আজ আমি বিজয়ীদের মধ্যে একজন
শিশির ভেজা কুয়াশায় ঘুরে বেড়ানোর মতো একজনের সন্ধান পেয়েছি,
অদ্ভুত অগোছালো জীবনে অবশেষে কেউ এলো বলে।
প্রথমবার সত্যি সত্যি শিহরণ জাগানিয়া
অনুভূতি হৃদয়ে দোল খায় আবছায়া সুখ,
সুন্দর জীবনটা কেমন হয়?
আমি শিখছি
মেঘের অনেক রং,
ভালোবাসার কোন রং নেই।
ভাবছি নতুন করে সবকিছু
মনে হয় আমি অন্য জগতের অধিবাসী,
মন, মস্তিষ্ক, অস্তিত্ব তোমাতে বিলীন,
আমাকে নিয়ে আর চিন্তা নেই ।।