ঘোর কুয়াশা ভেদ করে আসুক আলো,
ঘুচে যাক পৃথিবীর অমানিশার কালো।
অন্যকে বিচার না করে, বলি নিজের কথা,
চিন্তা করি চারপাশের নিদারুণ বাস্তবতা।
কি করেছি? না ভেবে, সামনের দিকে তাকাই,
কল্পনাকে সত্যি করে আপনজনকে জানাই।
রাস্তার পাশে যে পার করে রোদ, বৃষ্টি, আগুন!
তাদের চেয়েও ভালো আছি হাজার লক্ষ গুণ।
অনেককিছু গেছে আবার, আসতে কতক্ষণ?
অবিচল হও নিজে থেকে, শান্ত রাখো মন।
ধর্ম জাতির ভেদাভেদ ভুলে পরিচয়ে মানুষ হই,
আমরা সবাই মায়ের সন্তান, কেউ কারো পর নই।
দুহাত রাখলে একটি জায়গায়, হবে কয়েক কোটি,
উপড়ে ফেলি মিলেমিশে বিভাজনের খুঁটি।
ফিরিয়ে আনি নিয়মনীতি, ভক্তি, স্নেহ শ্রদ্ধা,
বাধ্য হবে পাল্টাতে সমাজ, থাকবেনা কারো স্পর্ধা।
ভালোবাসা বিলিয়ে দিই, এমনিতেই বাড়বে সম্মান,
দিগ্বিদিক শুনবে শুধু তোমার-আমার জয়গান।
গ্লানি মোচনের চেষ্টায় অবিরত, করি অনুশোচনা,
ভুলগুলো হোক ফুলের মতো, এটাই আরাধনা ।।