নিত্যসঙ্গী বই
সাফাত বিন ছানাউল্লাহ্
মন খারাপের মাঝে আমার
আশা-ভরসার সই,
সারাটাক্ষন আগলে রাখে -
যেখানে যাই পাশে থাকে
নিত্যসাথী বই।
কারোর সাথে ঝগড়া করে
মেজাজটা যায় মহা বিগড়ে,
নির্জনতায় একা বসে রই
মুখের পানে হাসি ছড়ায় বই।
প্রখর রোদের গরমের চোটে
জীবন যখন হাঁপিয়ে উঠে,
হিমেল হাওয়া হয়ে বলে তুমি কই?
জ্ঞান আহরণের বন্ধু বই।
অভিমান করো তুমি যখন
বুঝতে চাওনা সহজ এই মন,
একাকীত্বের যন্ত্রণায় হতাশ হই!
সুখের স্বপ্ন হয়ে আসে চিরসাথী বই।
আঁধার রাতের নিরবতায়
পৃথিবীটা গভীর ঘুমায়,
গল্প,কবিতা,উপন্যাসে মেতে রই
জানান অজানার আশ্রয়স্থল বই ।।