মৃত্যুঞ্জয়ী লৌহমানবী
সাফাত বিন ছানাউল্লাহ্
অসংখ্যবার মানববেষ্টনীর মাঝে
এত ভালবাসা এত প্রিয় জননী বাংলার,
লৌহমানবী তুমি!
মৃত্যুভয় জয় করে ইস্পাত কঠিন মনোবল।
গুলি, বোমা, গ্রেনেড আরও কত কী -
একবারও শরীর স্পর্শ করেনা কেন?
জীবন্ত লাশ হয়েও বারবার ফিরে আসা
দুনিয়ার সবচেয়ে বড় চমৎকার!
জাতির পিতার পবিত্র রক্তের জমাটবদ্ধ বিন্দু,
আমায় যদি প্রশ্ন করা হয় -
জীবনযুদ্ধে জয়ী এক নারী কে?
মনের ভেতর থেকে নিঃসঙ্কোচিত্তে উত্তর
ভুবনজয়ী একটি নাম " শেখ হাসিনা " ।।