উপরে উঠতে হবে
আরো উপরে!
পর্বত সম উপত্যকায়,
আকাশের স্ফুলিঙ্গ যেখানে দেখা যায়।

যদি ব্যার্থ হও,
কঠিন পৃথিবী ছিঁড়ে খাবে!
সবার ব্যস্ততার ফাঁকে
চিরতরে নিঃশেষ হয়ে যাবে।

তুমি এমনিতেই ধোঁয়াশা
আবছা পৃথিবীর অন্ধকারে,
তুষারের আস্তরনে ঢা'কা
হাজার লক্ষ পদভারে।

প্রেমের শিকলে বন্দী হতে
আকাশস্পর্শী সিঁড়ি লাগবেই,
প্রেমিকার মন ছুঁতে গেলে
উপরে উঠার বিকল্প নেই।

যখন তুমি শয্যাশায়ী
মৃত্যুকে করছো আলিঙ্গন?
থাকবেনা আশেপাশে আর
এতোদিনের বন্ধু-স্বজন।

উঠতেই হবে তোমাকে
না হলে ছায়াও মারাবেনা কেউ!
জঞ্জাল হয়ে বেঁচে থেকে
দু’চোখে ভাসবে ঢেউ ।।