মিষ্টি আদুরে বোন
সাফাত বিন ছানাউল্লাহ্
ঝগড়া, মারামারি, খুনসুটি
লুকোচুরি খেলা ঘরের -
এ কোণ ও কোণ,
সবকিছুর চিরসাথী মিষ্টি বোন।
আড্ডাবাজি, সিনেমা দেখা
স্নেহের পরশে জানতে শেখা,
গভীর আদরে আগলে রাখা দিয়ে প্রাণমন
বুকের মাঝে মায়া জড়ানো মিষ্টি বোন।
দিন-রাত চিমটি কেটে
রাগ-অভিমানে আঁড়ি পেতে
গল্প কথায় চলে যায় সারাক্ষণ,
সবচেয়ে কাছের বন্ধু মিষ্টি বোন।
বায়না ধরে না পায় যদি
চোখের জলে বয়ে যায় নদী!
নতুন আশ্বাসে হৃদ বাহুডোরে থাকে যেইজন,
প্রাণের চেয়েও প্রিয় মিষ্টি বোন।
ভাইকে চিরদিনের মতো একা করে
যায় যদি একদিন পরের ঘরে
অতীত স্মৃতি বুকে ধরে ভিজে চোখের কোণ,
আশা-ভরসার আশ্রয়স্থল মিষ্টি বোন ।।