বিদ্যালয়ে কলম নেই
সবই এখন লাঠি,
রক্তবাণে জর্জরিত
আমার দেশের মাটি!
পথেঘাটে যেদিকে যাই
ম্যাঁধার ছড়াছড়ি,
কারো হাতে অস্ত্র আবার
কারো হাতে ছুরি।
শান্তির বাণী দেয়না কেউ
সবার মুখে গালাগাল,
শাসন যদি করতে আসে
শিক্ষকরা হয় নাজেহাল।
বিশ্ববিদ্যালয় গুলো এখন
মানুষ মারার ক্যাম্পাস,
সুন্দর জীবনের আশা নিয়ে
শিক্ষার্থীরা হয় লাশ।
পড়ালেখার মৃত্যু কবেই হয়েছে
সৎকার/দাফনকাজ বাকি,
তার জন্যও হোক আন্দোলন
টাকা ছাড়া ওসব হয় নাকি?
শহরগুলো অচল হোক
উঠুক চারদিকে গণদাবি,
সামনে আছে কিশোর গ্যাং আর
হাজার হাজার ম্যাঁ-ধাবী ।।