'সবার উপরে মানুষ সত্য'
আর সবকিছু মিছে অভিনয়,
মনুষ্যত্বের মাঝেই শুধু
সবাই চিরকাল অমর হয়।
'সকলের তরে সকলে আমরা'
তবু কেন জাত-পাত ধর্ম?
প্রকৃত মানুষ বলে তারে
রেখে যায় যতো শুদ্ধ কর্ম।
দু'টি কবিতার দু'টি ছন্দ
হৃদয়ে ধারণ করেছি,
জানা অজানার পাঠশালাতে
মন-প্রাণ উজাড় করে পড়েছি।
যদি কেউ জিজ্ঞেস করে
কি আমার পরিচয়?
আমি বলি মানুষ, আমি বাঙালি
তারপর আমার ধর্মের বিষয়।
ভাবার জন্য সৃষ্টিকর্তা
সবাইকে দিয়েছে জ্ঞান,
মানুষ হওয়ার জন্য করতে হয়না
গভীর তপস্যার ধ্যান।
মানবধর্মের মাঝেই নিহিত
নিজের ধর্মের রহস্য,
ভালোবাসা দিয়েই জয় করা যায়
সংঘাতময় এই বিশ্ব ।।