নীল আকাশের বুকে উঁকি দিল
রমজানের ওই চাঁদ,
কারো কাছে মস্ত বোঝা
কারো আশীর্বাদ।
সংযম, ত্যাগ মানবিকতায়
এসেছে মহান খোদার দয়ায়,
মুসলিম জাতীর ঘরে ঘরে
চিরশান্তির হাওয়া বয়ে যায়।
মাসের এই ৩০ দিনে
সৃষ্টিকর্তার কঠিন পরীক্ষা,
রোজা, ইফতার, ইবাদাতে
জান্নাতের ই প্রতীক্ষা।
স্বর্গসুখের মহা নেয়ামত
যদি এই দুনিয়ায় পেতে চাও,
দুহাত খুলে অসহায়দের
সবকিছু বিলিয়ে দাও।
আমার পাশে রোজাদাররা
থাকে যদি উপবাস,
কাল হাশরের কঠিন দিনে
জীবনের মহা সর্বনাশ।
সবাই এসো পবিত্র মাসের
গেয়ে গাই জয়গান,
ঐক্যের বাণী সাম্যের বার্তায়
স্বাগতম " মাহে রমজান " ।।