মুরোদ যদি নাইবা থাকে
কেন আসলি এই পথে!
ঘিলু-মগজ আছে কী কিছু
দশ কেজির ওই তোর মাথাতে?
লেখকের শত কায়িক শ্রমে
ফুটে উঠে লেখার পাতা,
হোক না গল্প, প্রবন্ধ, সাহিত্য
রম্য গল্প আর কবিতা।
জানিস মূর্খ? বলছি তোকে
রাতের পর দিন ফুরায়,
মুখে হাত দিয়ে ভাবে সারাক্ষণ
বুজে আসে চোখ ঘাম ঝরায়।
এক জগৎ এ বসবাস করে
খানিক পরে অন্য জগৎ,
প্রান্ত থেকে প্রান্তে ঘুরে
দম ফেলবার নেই ফুরসত।
জ্ঞান সাগরের ঝুলি খুলে
সবজান্তা বৃক্ষ তলে করে সাধনা,
কষ্টে কাটে অনেক সময়
অনাদর, ঘৃণা, বঞ্চনা।
হাজারো চোরের নাম শুনি দুনিয়ায়,
খেতাব ও ওদের ভূরি ভূরি,
সবচেয়ে বড়ো চোর হলো সে
যে অন্যের লেখা করে চুরি ।।