আশায় আছি বাঁধি ঘর স্বপ্নময়
যে যাই বলুক পাছে নেই কভু ভয়,
মিথ্যে অহংকারে সে যদি দেয় ব্যথা,
আসবে সেদিন -
যেদিন প্রকাশ্যে আসবে
আমার অপ্রিয় সত্য কথা।
এইতো কয়েকটা দিন আগে
ব্যাকুল বসন্তে জোছনা দেখে,
আমাতেই খুঁজতে নীরবতা,
আজ বড্ড বেশি অচেনা লাগে
নিষ্ঠুর পৃথিবীর কঠিন স্বার্থপরতা।
পথহারা ক্লান্তিহীন আমি
অবসাদ নিয়ে নীড়ে ফেরা,
জীবনটা শুধুমাত্র নিয়মরক্ষার,
ভালো থাকার অভিনয়ে
আমিই সবার চেয়ে সেরা।
দুটো আঁখিতে বয়ে যাচ্ছে কষ্টের ঝড়
ক্লান্ত শ্রান্ত বিষন্ন একজন,
যার আছে প্রবল ইচ্ছেশক্তি,
এইতো বেশ ভালোই আছি
আঁকড়ে ধরে পাহাড়ের মতো মন ।।