যদি "খোকা" র জন্ম না হতো?
জয় বাংলা স্লোগান প্রতিধ্বনিত হতনা
বিশ্বব্যাপী!
যদি মুজিবের জন্ম না হত?
গোপালগঞ্জের সার্থক ভূমি বঞ্চিত হতো
কালজয়ী মহাপুরুষের ছোঁয়া থেকে।
যদি বঙ্গবন্ধুর জন্ম না হত?
সাড়ে সাত কোটি প্রাণেশ্বর নিঃশ্বাষে
সুজলা গন্ধ পেতোনা বাংলারূপ!
যদি রাষ্ট্রপিতার জন্ম না হত?
কোটি সন্তান পতাকা বুকে নিয়ে
লাল বিন্দুর মাঝখানে সপ্নের ছবি আঁকতনা।
যদি জাতীর পিতার জন্ম না হত?
দামাল ছেলে অস্ত্র হাতে "বাংলাদেশ"
নামক একটি দেশ সৃষ্টির সাহস পেতনা!
যদি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালীর জন্ম না হতো?
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে
বাংলা ভাষার মর্যাদা হতনা শাণিত তরবারির মতন।
যদি ক্যালেন্ডারের পাতায় ১৭ ই মার্চ ১৯২০
তারিখ লেখা না হতো?
নিপীড়িত, অসহায় মজদুরের সহায় হয়ে আবির্ভূত হতনা একজন মানুষরূপী অবতার।
বাংলার বিস্তীর্ণ পথে প্রান্তরে
সবুজের মাঝে, ধানের ক্ষেতে
শুধু একটি ধ্বনি, একটি ছবি শেখ মুজিবর ।।