প্রিয় বাসন্তী রঙে সেজে এসো
ছোট্ট হৃদয় ঘরে,
কপালে টিপ, মাথায় ঘোমটা
চোখে কাজল দিও আলতো করে।

আলতা পায়ে হালকা শব্দে
চুপি চুপি হাটবে যখন,
লাজুক চাহনির ইশারাতে
আসবে সেই শুভক্ষণ।

নীল শাড়ীতে লাগবে তোমায়
প্রজাপতির মত,
শক্ত বাধনে ভুলিয়ে দিও
আমার আছে কষ্ট যত।

রাত্রি গুলো হোক দীর্ঘপথ
অজানা কোন প্রান্তর,
অতৃপ্ত অনুভূতির শিহরনে
ঘুরে বেড়াবো আপন শহর।

সকাল গুলো সূর্যস্নানে
প্রেমের নাও ভাসাই,
সৌন্দর্য রূপ ছড়িয়ে পরুক
বাসরের জানালায়  ।।