কলি কালে এক ছিল যে সুদীন
মমতাময় এই ধরা,
স্নেহ, প্রীতি, শ্রদ্ধাবোদ, আদর
ভালোবাসা দিয়ে গড়া।
বড়রে দেখিলে ছোটরা করিত
নতশিরে কুর্নিশ,
ছোটদের মাথায় হাত রাখিয়া
বড়রা দিত আশীষ।
উৎসব, মহোৎসবে
থাকতো আনন্দ কোলাহল,
আত্মীয়, বন্ধু, পুরোনো কুটুম
ছিল এক প্রাণোচ্ছল।
ধর্ম, বংশ, জাতীতে ছিলো
সম্প্রীতির এক বাঁধন,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান
এক দেহ এক মন।
কোথা হারালো সোনালী অতীত
হারিয়ে খুঁজি তারে,
বিগত দিনের গ্লানি ভুলে চলো
ফিরে যাই সুখের নীড়ে ।।