ভীষণ মনে পরে,
ফেলে আসা দিনগুলোর কথা,
সময় হারিয়ে গেলে -
ফিরে আসেনা কোনদিন!
চোখের আড়ালে হারিয়ে গেছে,
অনেক দিন,মাস,বছর সময়
যে সময় দৌড়ঝাপ করতাম
স্কুলের ওই খোলা বারান্দায়।
পড়ার ছলে খুনসুটি করতাম
একেকজন একেক রকম করে!
আড্ডা,গান,কৌতুক আরো কত কী!
চোখের পলকে ভেসে উঠে স্মৃতির ক্যানভাসে।
মা,বাবার পরে যাদের স্থান
পৃথিবীতে -
মানুষ গরার কারিগররা ছিলো বন্ধুর মতো।
আহ,
দেখতে দেখতে কেটে গেছে কতগুলো দিন,
এখনো বিদ্যালয়ের ঐ পেছনের
শিশু গাছটি দাড়িয়ে আছে ঠাই!
মাঠের মধ্যখানের শহীদ মিনারটি
ফুলে ফুলে ছেয়ে যায় প্রতি বছর।
কখনও বন্ধু, কখনও শিক্ষক কখনও অভিভাবকরাও যার যার জায়গায়,
অনেকে ওপারের বাসিন্দা!
তোরা,
কিবরিয়া,মাচুম,রানা,শহীদ,কায়সার,রিমন,সাকিব,রায়হান,আকিব,ফরমান,বোরহান,মুন,কালাম,নিজাম,জয়নাল,হাবিব,কায়সার মিয়া,প্রান্ত,রুবেল,আবুল,ইলিয়াছ---
মুততারিন,জেরিন,আঁখি,নাইম,রিয়া,রিয়া
বড়ুয়া,এনি,এলি,মুক্তা,আফরোজা,ফারজানা,সোনিয়া,নুর আয়শা,ফয়জু,রিমু,সিমা,রিফা,রাজিয়া,শারমিন,সাথী,বেবী,নিলয়
আরো নাম না জানা অনেক বন্ধু,
তোরা কোথায় গেলি??
তোদের কথা মনে হলে,
এখনো দু চোখে নেমে আসে বিষাদের কালো ছায়া!
বিশাল চাঁদটাকে একটুকরো
মেঘ এসে ঢেকে দিয়েছে ।।