কেমন আছো?
বারুইপুরে আমার প্রিয়া দি'ভাই,
ভাই-বোনেতে দেখা হবে,
আড্ডাবাজি,ঘুরা হবে
সেই দিনটির অপেক্ষায়।
পরিচয় তো এইতো সেদিন!
ভালোবাসাটুকু মনের,
নবনিতা দিদি, মানব দা,
বাপ্পাদিত্য দা, তৃষা দিদি, সায়ন দা
মনে হয় ভীষণ কাছের।
বুক মিলিয়ে প্রতীক্ষার প্রহর
অবশেষে শেষ হলো,
তারক দা'র শানু ভাইয়ের
মনটা ভরে গেলো।
বরুণ জেঠুর স্নেহের পরশ
প্রাণ জুড়িয়ে যায়,
বুকের মাঝে আগলে রাখেন
পরম মমতায়।
আশিষ দাদা, নিয়তি মাসি, মৌসুমি দি, মৌ দি
আরো কত আপনজন,
আগরতলার শুভাকাঙ্ক্ষী
জ্ঞানী-গুণী স্বজন।
ওই বাংলার সুদীপ দা'র
দেখা পাওয়ার ক্ষণ,
এ বাংলাতে নাড়ির টানে
ব্যাকুল অবুঝ মন।
শিলিগুড়ির সুলেখা দি যখন বলে -
ভাই তুই কেমন আছিস?
কাজের ছন্দে মন আনন্দে
ভীষণ ভালো থাকিস।
দুই বাংলার ভালোবাসা
হৃদয় দিয়ে ঘেরা,
যদিওবা মাঝখানেতে
কাঁটাতারের বেড়া।
দুই পতাকার মিলনক্ষেত্রে
কাঁটাতার বড় বাঁধা,
তবুও একই সাথে আনন্দ ভাগ
একই সুরে কাঁদা!
ভাষা এক ভালোবাসা এক
দেশপ্রেম থাকুক বুকে,
এপার-ওপার হয় একাকার
সবার সুখে-দুঃখে ।।