চতুর্দিকে তাকিয়ে দেখি
সব জায়গায় গাধা,
কুশিক্ষিত গোমূর্খের দল
বোকারাম আর হাঁদা।

জ্ঞান চর্চার বালাই তো নেই
নারীদের দেয় বাঁধা,
ধর্মান্ধতার শেকড় পুতে
বসে আছে দাদা।

কুসংস্কারে আছন্ন আজ
গ্রাম-গঞ্জের কাঁদা,
মাথা নিচু করে চলতে হয়
যাদের মনটা সাদা।

প্রতিবাদী পক্ষে যারা
তাদের সংখ্যা কম,
একুশ শতকে এসে আজও
পথগুলো দুর্গম।

প্রাণনাশের আশংকা জাগে
লিখলে ভালোর জন্য,
বলতে গেলে পিছন থেকে
হামলে করে নিশ্চিহ্ন!

আর কতদিন এভাবে আর
গাধাদের জয় হবে?
ঐক্যবদ্ধ হলে সবাই
দেশ ছেড়ে পালাবে ।।

(আন্তর্জাতিক গাধা দিবস উপলক্ষ্যে লিখেছিলাম)