স্বদেশের শুভ দিনগুলোর কথা
নিরবে ভাবি আশাহত মনে,
এসব কী একদিন পাওনা ছিলো?
প্রশ্নের জবাব খুঁজি প্রতিক্ষণে।
নিয়মনীতির বালাই তো নেই
সীমালঙ্ঘন একেক কাজে,
দেশটা সত্যিই মগের মুল্লুক
চোর ডাকাতদের একক রাজে।
লুসাই বেষ্টিত নদীর ওপারে
রঙবেরঙের শহর হাসে,
চক্ষু বোলালে ভিনদেশীরাও
হৃদয় উজাড় করে ভালবাসে।
জানে নাতো ওরা ভেতরটা তে
হচ্ছে টা কী প্রতিনিয়ত,
সেবার নামে জনগনের বুক
ছিড়ে করা হয় ক্ষতবিক্ষত।
ওপরওয়ালার পরে যদি কেউ
বাঁচাতে পারে নিজের প্রিয় জীবন,
ডাক্তার সেতো ঠুনকো উপাধি
আল্লাহ, ভগবান কত বিশেষণ।
রোগীর চোখে অবতার যদি
হয় মানুষখেকো হায়েনা,
ভিকটিম, মজলুম যাবে কোথায়?
প্রশ্নের জবাব খুঁজে পায়না।
হাসপাতাল নামে গোরস্থান গুলোর
শুনা যায় " বাঁচাও " চিৎকার,
জীবিতের ভানে মানুষগুলো
কার্বন কপি মুর্দার।
কেউ আজ নেই দেখার মতো
সবাই- শোষিতের কাছে নতশির,
প্রহর গুনি নিরব অপেক্ষায়,
একজন আসবেন চাটগাঁর বীর ।।