রং সাদা তো কি হয়েছে?
ভেতরটা খুব কালো,
মেজাজ কড়া কালো মানুষ
মনটা ভীষণ ভালো।
নিজ বিচারে জাত ও বর্ণ
আপন চোখে নিচু,
একই খোদার সৃষ্টি সবাই
ভেবেছি কেউ কিছু?
কেউবা সাদা, কেউবা কালো
রক্ত সবার লাল,
তবুও কেন বর্ণ নিয়ে
মাঠ করি উত্তাল।
খূন কী সবার হরেক রঙের?
লাল,নীল,সাদা,গোলাপি,
আজব প্রশ্ন তুলবে জানি
মানুষ নামের বহুরূপী।
সাদা-কালো এই ভেদাভেদ
ভালোবাসায় ডুবে থাক,
আসুন সবাই স্লোগান তুলি
বর্ণবাদ আজ নিপাত যাক ।।