বন্ধু মানে অনেক কাছে
আবার হয়তো দূরে,
যতই দূরে থাকনা কেন
থাকে হৃদয়-গভীরে।

বন্ধু মানে মান-অভিমান
বন্ধু মানে হাসি,
জীবনে আসুক ঝড়-ঝঞ্ঝা
থাকবো পাশাপাশি।

বন্ধু মানে ডানা মেলে
উড়ে যাওয়ার বায়না,
আড্ডা, গল্প, সিনেমা দেখা
তারপরও শেষ হয়না।

বন্ধু মানে জোছনা রাতে
স্মৃতির মিলনমেলা,
বন্ধু মানে এই জীবনে
দারুণ সুখের ভেলা।

বন্ধু মানে দু'চোখেতে
স্বপ্ন রাশি রাশি,
সবার চেয়ে অনেক বেশি
তোকেই ভালোবাসি ।।